পুলিশকে আরও ভালো কাজ করতে হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৭ ১৭:৫১:১৫
বর্তমানে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।তথাকথিত ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে বাংলাদেশ এখন বিস্ময়কর উন্নয়নের দেশে পরিণত হয়েছে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আজ বুধবার (১৭ নভেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. বেনজীর আহমেদ বলেন, ২০৪১ সাল নাগাদ একটি উন্নত কল্যাণ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে আমরা দ্রুত গতিতে এগিয়ে চলছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক শৃঙ্খলা, সুশাসন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে বিদেশি বিনিয়োগ বাড়ে না। পুলিশ বিগত সময়ে সর্বোচ্চ সামর্থ্য এবং শক্তি দিয়ে দেশের প্রতিটি নাগরিক ও দেশের সম্পদ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছে।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ১৫ বছরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ অনেক ভালো কাজ করেছে। প্রশংসাও পেয়েছে। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। আরও ভালো কাজ করতে হবে।
সানবিডি/এনজে