কলাপাড়ায় ৩০ মণ জাটকা আটক করেছে নৌ-পুলিশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৭ ১৮:৪১:০৪


পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে ধরা ৩০ মণ জাটকা ও এক লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে এসব মাছ ও জাল জব্দ করা হয়।

পরে বুধবার বিকেল ৩টার দিকে জব্দকৃত জাটকা কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকার এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীব মন্ডল বলেন, বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে জাটকা ধরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও জাটকা জব্দ করা হয়। তবে এসময় কোনো অসাধু জেলেকে আটক করা যায়নি। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

তিনি  বলেন, আটককৃত জাটকা এতিমখানা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

সানবিডি/এনজে