মেট্রোরেল উদ্বোধন মার্চের শেষ সপ্তাহে : সেতুমন্ত্রী

প্রকাশ: ২০১৬-০২-০৪ ১৫:০০:০৫


ফাইল ছবি
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মার্চের শেষ সপ্তাহে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান।

অভিযান বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে সিএনজি-অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্তি ভাড়া আদায় করা হলে আপনারা আমাদের জানাবেন।

তিনি বলেন, বাস চালক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর শাস্তির বিধানসহ নতুন আইন করা হচ্ছে।

এ সময় ভ্রাম্যমান আদালতে ১৩টি মামলাও করা হয়েছে।তাৎক্ষণিকভাবে ৩ জনের কারাদণ্ডও দেয়া হয়।

অভিযানে আসা বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, গণপরিবহনের সংকট দূর করার জন্য সরকার নিয়ন্ত্রিত (বিআরটিসি) বাসের সংখ্যা বাড়াতে হবে।

তিনি অভিযোগ করেন, দুর্নীতির কারণে বিআরটিসির নতুন বাস ছাড়া যাচ্ছে না। বিআরটিসি দুর্নীতি দূর করার পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান আবুল মকসুদ।

সানবিডি/ঢাকা/এসএস