রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারকে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৭ ২০:৪০:১০
মিয়ানমার থেকে বাস্ত্তচ্যুত হয়ে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেশে ফিরিতে নিতে দেশটিকে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এই কথা বলেন। আজ বুধবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় রেতনো মারসুদি বলেন, ‘আমরা রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারকে কড়া বার্তা দিতে যাচ্ছি।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই সমস্যাটি বাংলাদেশের জন্য প্রকট হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা জোরপূর্বক বিতাড়িত হওয়ার পর থেকে তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ তাদের দেখভাল করছে।’
এই বৈঠকে ইন্দোনেশিয়ার রেতনো মারসুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। কোভিড-১৯ মহামারির কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২১তম মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছেন ইন্দোনেশিয়ার এই মন্ত্রী।
সানবিডি/এনজে