সারাদেশে ৬৫ হাজার নদী দখলদার রয়েছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৮ ১৭:৫২:১৩
সব জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা করেছে। সারাদেশে ৬৫ হাজার ১২৭ জন নদী দখলদার রয়েছে। এদের বিরুদ্ধে সারাদেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে প্রায় ১৯ হাজার ৮৭৪ জন অবৈধ নদী দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
সরকারী দলের সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী আরো জানান, দেশের বিভিন্ন নদীর তীরভূমি হতে এ পর্যন্ত ২১ হাজার ৪৪৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ৭২৩ দশমিক ৬২ একর তীরভূমি পুনরুদ্ধার করা হয়েছে। দেশের নদীসমূহ দখলমুক্ত করতে ২০১০ সাল থেকে অভিযান শুরু করা হয়।
এ সময় নদীর গতি স্বাভাবিক করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ তুলে ধরে নৌ প্রতিমন্ত্রী জানান, দেশের নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে, উন্নয়ন প্রকল্পের আওতায় সারা দেশের শুকিয়ে যাওয়া ও মৃত প্রায় ৪৭টি নদী ড্রেজিং করে তিন হাজার কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে। এছাড়া মোট ৩৮টি ড্রেজার এবং ১৬৮টি ড্রেজার সহায়ক জলযান সংগ্রহ করা হয়েছে। আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
সানবিডি/এনজে