কাল ইউএস বাংলার ঢাকা-মালে সরাসরি ফ্লাইট উদ্বোধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-১৮ ১৮:১১:০৯
বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা দেশিয় পর্যটক ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
আগামকাল শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সরাসরি মালদ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম এ ফ্লাইট। বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিমানবন্দরে এ ফ্লাইট উদ্বোধন করবেন।
আজ বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে সপ্তাহে ৩দিন (মঙ্গল, শুক্র ও রোববার) ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স।
এ বিষয়ে বেসরকারি এই বিমান সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, এ রুটে সব কর ও সারচার্জসহ ওয়ানওয়ে টিকিটের সর্বনিম্ন মূল্য ২৯ হাজার ৫০৮ টাকা ও রিটার্ন টিকিটসহ মূল্য ধরা হয়েছে ৪৫ হাজার ৫৪৫ টাকা। এতে বাংলাদেশি পর্যটক ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
সানবিডি/এনজে