চট্টগ্রাম বন্দরের ৬৭৫২ শ্রমিক পেলেন প্রণোদনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৮ ২১:২৬:৩৫


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তৃতীয় দফায় ৬ হাজার ৭৫২ শ্রমিককে আড়াই হাজার টাকা করে প্রণোদনা দিয়েছে। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মধ্যেও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে বন্দরকে সচল রাখায় শ্রমিক-কর্মচারীদের এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান তাদের হাতে প্রণোদনার টাকা তুলে দেন।

এসময় বন্দর চেয়ারম্যান বলেন, ‘করোনা অতিমারির সময় শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়েছেন বলেই চট্টগ্রাম বন্দর এক মিনিটের জন্যও বন্ধ হয়নি। দেশের অর্থনীতি পুরোদমে সচল রাখতে নানান প্রতিবন্ধকতার মধ্যেও শ্রমিকরা কাজ করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও শ্রমিকদের আর্থিক সঙ্গতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা আবার প্রণোদনা দিচ্ছি।’

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।

সানবিডি/এনজে