ইউএমপিএল’এ প্রাইম ব্যাংকের ২ বিলিয়ন টাকা বিনিয়োগ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-২০ ২১:০২:৪৩
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ’ইউনাইটেড গ্রুপ’এর একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড (ইউএমপিএল) এর প্রেফারেন্স শেয়ারে ২.০০ বিলিয়ন টাকা বিনিয়োগ করেছে প্রাইম ব্যাংক ।
শনিবার (২০ নভেম্বর) প্রাইম ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশীদ এবং চীফ এ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, “প্রাইম ব্যাংক দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফ্যাসিলিটি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। আমি বিশ্বাস করি, বিদ্যুৎ খাতে প্রাইম ব্যাংকের ক্রমাগত বিনিয়োগ দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখবে”।
এএ