বইমেলায় জিনাতুননেছা জিনাতের উপন্যাস ভার্চুয়াল ফ্রেন্ড

আপডেট: ২০১৬-০২-০৪ ২০:৪৫:০৪


image1জমে উঠেছেমাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৬।প্রতিবারের মতো এবার ও নতুন-পুরাতন লেখকদের নতুন নতুন বইয়ের ছড়াছড়ি মেলায়। প্রতিদিনই একাধিক লেখকের বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে বাংলা একাডেমির নজরুল মঞ্চে। এরই ধারাবাহিকতায় এবারের বই মেলায় নতুন লেখক জিনাতুননেছা জিনাতের প্রথম উপন্যাস ভার্চুয়াল ফ্রেন্ড স্থান পেয়েছে। আগামিকাল শুক্রবার বিকাল ৪.৩০ টায় সোহরাওয়ারদী উদ্যানের বিশ্বসাহিত্য ভবন প্রকাশনীতে আনুষ্ঠানিকভাবে উপন্যাসটির মোড়ক উন্মোচিত হবে।

এখানে উল্লেখ্য যে, এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ, প্রথম উপন্যাস । প্রথমটি আত্মজীবনীমূলক গ্রন্থ “ক্যানসারের সাথে যুদ্ধ : একজন জয়িতার গল্প”

উপন্যাসটি সম্পর্কে লেখক জানান, কিভাবে যেন একদিন হঠাৎ ভার্চুয়াল জগতের সদস্য হয়ে গেলাম । তারপর আবিষ্কার করলাম, এই জগতের সব সদস্যই সবার বন্ধু । বয়স, পেশা, অবস্থান যার যেমনই হোক না কেন সব সম্পর্কই এখানে বন্ধুত্বের একই সুতোয় গাঁথা । ছোট-বড়, ছাত্র-শিক্ষক, দেশি-বিদেশি, ডাক্তার-রোগী, লেখক-পাঠক…সবাই ।

তবে অল্পদিনের অভিজ্ঞতা থেকে হলেও অনুভব করলাম, বন্ধু বললেই এখানে সবাই সবার বন্ধু হয়ে যায় না । তাছাড়া সবার স্বভাব, মন-মানসিকতাও বন্ধুত্বসুলভ নয় । এমন অনেক বন্ধু আছে যারা সব সময়ই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বন্ধু হতে চায় । অনেকে আবার নি:স্বার্থ, পরোপকারী ।

প্রথম থেকেই ভার্চুয়াল জগতটাকে আমার কাছে বড় বেশি বিচিত্র মনে হয়েছে । একটা আইডির মধ্যে বন্ধুর জীবন, ঠিক যেন পাতালপুরীতে আটকে রাখা ভোমরার মধ্যে রাজকুমারীর জীবন ! কোনভাবে আইডি টা নষ্ট হয়ে গেলেই বন্ধুত্বের জীবনাবসান । আবার ডি-এ্যাকটিভেট থাকলে কেউ ভুলেও কোনদিন খোঁজ নেয় না ।জানতেও চায় না, এতদিন কোথায় ছিলে ?

পৃথিবীতে প্রতিটি জিনিসেরই ভাল-মন্দ দুটো দিক রয়েছে । জীবনের প্রয়োজনে যেমন ভাল দিকটাকে চিনতে হয়, জানতে হয় ঠিক তেমনই ভার্চুয়াল জগত থেকেও খুঁজে বেছে নিতে হয় মনের মতন বন্ধু ।
তবে হ্যাঁ, সত্যিকারের বন্ধু কিন্তু এই জগতেও রয়েছে…।

উপন্যাসটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা :

জীবন গাড়ির গতিময় যাত্রা এবং সাহিত্যের প্রতি প্রেমবোধ থেকে ফেসবুকের বিভিন্ন লেখনি নির্ভর গ্রুপে যুক্ত হয় তিরিশের কাছাকাছি নারী অনুভা । গ্রুপে ঢু মারে ব্যস্ততার মাঝেও, কৌতুহল ও ভালোলাগার মাত্রা অন্য স্পর্শ পায় ভারচুয়াল ফ্রেন্ডের আগমনে ।

অনাদি, অসম্ভব শক্তিশালী যার লেখনির যুক্তি, বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও একসময় তারা ভাল বন্ধু হয়ে যায় । অনাদির প্রতি অনুভার ভাললাগার কথাগুলোও লীন হয়, একটুখানি নীলবোধের ছোঁয়ায় ।

সময় এগিয়ে যায়, নিয়ে যত পরিবর্তন । নতুন চরিত্রে রুহান গল্পের শেষ দিকটাতে স্থান পায় । সমসাময়িক ঘটমান বিষয় অত্যন্ত সযত্নে তুলে ধরা হয়েছে এই উপন্যাসে । এখানেই লেখিকার অনন্যতা !

পাঠকের উদ্দেশ্যে লেখকের মন্তব্য :

বর্তমান সময়ের একটা জনপ্রিয় নেটওয়ার্ক “ফেসবুক” । নিজে জানার এবং অন্যকে জানানোর খুবই ভাল মাধ্যম এটি কিন্তু কিছু খারাপ উদ্দেশ্য সাধনের জন্য অনেকে এটাকে ব্যবহার করে, অনেকে ইচ্ছে করে মানুষকে ফাঁদে ফেলে । বন্ধুত্বের অনুরোধ করলেই সবাই এখানে সত্যিকারের বন্ধু হয়ে যায় না । সত্যিকারের বন্ধু কে অবশ্যই খুঁজে যাচাই করে নিতে হবে ।

সানবিডি/ঢাকা/আহো