মনে হচ্ছে পাকিস্তানেই খেলা হচ্ছে: ফখর জামান
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২১ ১১:১৯:৪০
করোনা বিধিনিষেধের কারণে দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকশূন্য।
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে দুর্দান্তভাবে হারানোর সিরিজে বাংলাদেশের হয়ে গ্যালারিতে চিৎকার করতে পারেননি সমর্থকরা।
এবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেই সুযোগ মিলেছে। কিন্তু তাতে সুফলের চাইতে বিতর্কই বাড়ল।
প্রথম দুই ম্যাচে অস্বস্তি উপহার দিয়েছেন বাংলাদেশের দর্শকরা।
গ্যালারি উড়ল পাকিস্তানের পতাকা, দুয়ো ধ্বনি শোনা গেল টাইগারদের উদ্দেশ্য করে। বাবর আজমদের চার-ছক্কায় হর্ষধ্বনিতে কেঁপে উঠল মিরপুর।
অনেককে পাকিস্তানের জার্সি ও চাঁনতারা টুপি পরেও আসতে দেখা গেছে।
এরা কি সবই পাকিস্তানের নাগরিক? না, গণমাধ্যমের প্রতিবেদন আর সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে নিশ্চিত হওয়া গেছে, এদের অনেকেই বাংলাদেশি।
যেই দেশেরই হোক, বাংলাদেশে এসে মাঠে পাকিস্তানের পক্ষে এত সমর্থন পেয়ে উচ্ছ্বসিত বাবর-রিজওয়ান-ফখররা।
শনিবারের ম্যাচের পর ফখর বলেই বসলেন, মিরপুরে এত সমর্থন তাদেরও বিস্মিত করেছে। তার মনে হচ্ছে পাকিস্তানেই খেলছেন তিনি।
শনিবার ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর ফখর জামান বলেন, ‘আমি বুঝতে পারছি না (এত সমর্থনের কারণ)। ২০১৮ সালেও এখানে এসেছিলাম, তখন এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখিনি। সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে। উইকেট পেলে বা ভালো শট খেললে বেশ সমর্থন পাচ্ছি। বাংলাদেশের সমর্থকরাও আমাদের সমর্থন করছেন। বেশ ভালো লাগছে।’
সানবিডি/ এন/আই