বেইলি রোডে বাবা-সন্তানকে আহত করা সেই চালক আটক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-২১ ১৪:০০:০১
রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রিকশা আরোহী বাবা ও তার কোলের শিশুকে আহত করা প্রাইভেটকারচালক তাসকিনকে আটক করা হয়েছে।
রোববার ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি দল তাকে চুয়াডাঙ্গা থেকে আটক করে। তার গাড়িটিও হাতিরঝিল থেকে জব্দ করা হয়েছে।
তাসকিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার মা, বাবা ও ভাইকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক জানান,বেইলি রোডে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাবা ও তার কোলের শিশুকে আহত করার ঘটনায় প্রাইভেটকারচালক তাসকিনকে আটক করা হয়েছে। তার বাবা, মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান,তাসকিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী বলে সামাজিক যোগাযোগমাধ্যম মারফত জানতে পেরেছি।
গত শুক্রবার বিকালে বেইলি রোডে বেপরোয়া গতিতে ছুটে আসা প্রাইভেটকারের ধাক্কায় গুঁড়িয়ে যায় একটি রিকশা। এ সময় রিকশার যাত্রী ফখরুল হাসানের কোলে থাকা ছয় মাসের একটি শিশু দূরে ছিটকে পড়লে তার পা ভেঙে যায়। হাত ভেঙেছে ফখরুলেরও। এ ঘটনায় আহত হন রিকশাচালকও।
ফুটপাতে দাঁড়িয়ে ভিডিও করা এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার ফুটেজ। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।
সানবিডি/ এন/আই