ট্রেনে কাটা পড়ে ২ পোশাক শ্রমিকের প্রাণহানী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-২১ ১৬:৫৭:০৫
গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ভৈরব রেল লাইনে ট্রেনে কাটা পড়ে দুই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় পৌরসভার খঞ্জনা এলাকার আড়িখোলা রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম ।
দূর্ঘটনায় নিহতরা হলেন– পৌরসভার বড়নগর গ্রামের কামরুল ইসলামের স্ত্রী শাহীনুর বেগম (২৫) এবং ভাদগাতী গ্রামের কবির হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (৪২)। তারা হামীম গ্রুপে চাকরি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টায় ওই দুই নারী শ্রমিক কারখানায় যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস এবং বিপরীত দিক থেকে আসছিল ঢাকাগামী সুরমা মেইল ট্রেন। নিহতরা দুই দিক থেকে ট্রেন আসতে দেখে দৌড়ে পার হওয়ার সময় সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাদের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছেন।
হামীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান জানান, নিহত শাহীনুর ও জেসমিন হামীম গ্রুপের রিফাত গার্মেন্টসে শ্রমিক (অপারেটর) হিসেবে চাকরি করতেন।
সানবিডি/এনজে