টেস্ট খেলতে ঢাকায় ১৪ সদস্যের পাকিস্তান দল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২১ ১৯:২১:১১


সফররত পাকিস্তান দলের সাথে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরেই ২ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এই সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দুই টেস্টের জন্য টি-টোয়েন্টি সিরিজের বাইরে থাকা ১৪ সদস্যের পাকিস্তান দল আজ (রোববার) ঢাকায় এসে পৌঁছেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান জানিয়েছেন, বিকেল সাড়ে ৫টায় পাকিস্তান থেকে বাংলাদেশে এসে পৌঁছান তারা।

ঢাকায় পৌঁছানো ১৪ সদস্যের দলে আছেন : আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদ।

প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট চট্টগ্রাম হলেও বর্তমানে ঢাকাতেই থাকবেন তারা। এখানে টেস্ট দলের যে সদস্যরা টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন, তারাসহ এক সঙ্গে ২৩ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাবে সফরকারী দল।

সানবিডি/এনজে