পাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে তিন খনি শ্রমিক নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২২ ১৫:৪৭:৩০


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন খনি শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার হারানাই জেলায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা সোহেল আনোয়ার হাসমি। খবর আরব নিউজের।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, বেলুচিস্তানের সারাগ এলাকায় বহু খনি রয়েছে। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ২০০ কিলোমিটার দূরে হারানাই এলাকাটি অবস্থিত।

এ পর্যন্ত কেউ এ হামলার দায় শিকার না করলেও পুলিশ মনে করছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা খনি শ্রমিকদের হত্যায় জড়িত।

গত জানুয়ারিতেও বিচ্ছিন্নতাবাদী এ সংগঠনটি ১১ খনি শ্রমিককে গুলি করে হত্যা করেছে।  তারা পাকিস্তানের কাছ থেকে বেলুচিস্তানের স্বাধীনতা দাবি করে আসছে।

সানবিডি/এনজে