বিশ্বে সবচেয়ে বেশি দূষিত শহর ভারতে, চারটি বাংলাদেশে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২২ ১৮:৫৬:৪১
বিশ্বের দূষিত শীর্ষ ১০ শহরের নয়টি স্থান দখল করেছে ভারতের শহরগুলো। অপরদিকে এক শ’ শহরের তালিকায় ভারতের ৪৬টি শহর রয়েছে।
সোমবার (২২ নভেম্বর) বিশ্বের বাতাসের অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের প্রকাশিত ২০২০ সালের শীর্ষ দূষিত শহরের তালিকা থেকে এই তথ্য পাওয়া যায়।
১০৬ দেশের চার হাজার সাত শ’ ৪৪টি শহর পর্যবেক্ষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়।
দূষিত বাতাসের পরিমাপে বাংলাদেশের চারটি শহরকেও এই তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশে শীর্ষ দূষিত শহর হিসেবে তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে মানিকগঞ্জ। রাজধানী ঢাকার অবস্থান তালিকার ২৩তম স্থানে।
তালিকায় ভারতের ৪৬টি ও বাংলাদেশের চারটি শহরসহ অপর শহরগুলোর মধ্যে চীনের ৪২টি, পাকিস্তানের ছয়টি, ইন্দোনেশিয়ার একটি ও থাইল্যান্ডের একটি শহর স্থান পেয়েছে।
আইকিউ এয়ারের এই তালিকায় অবশ্য প্রথম স্থানে রয়েছে চীনের পশ্চিমাঞ্চলীয় জিংজিয়াং প্রদেশের হোতান শহর। ২০২০ সালে শহরটির গড় বায়ু দূষণের মাত্রা ১১০.২ একিউআই।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের উত্তর প্রদেশের নগরী গাজিয়াবাদ। ২০২০ সালে এর গড় বায়ু দূষণের মাত্রা ১০৬.৬ একিউআই।
তৃতীয় অবস্থানের রয়েছে ভারতের উত্তর প্রদেশেরই অপর নগরী বুলেন্দশহর। ২০২০ সালে এর গড় বায়ু দূষণের মাত্রা ৯৮.৪ একিউআই।
ভারতের রাজধানী দিল্লির অবস্থান তালিকার ১০ম স্থানে। ২০২০ সালে দিল্লিতে গড় বায়ু দূষণের মাত্রা ৮৪.১ একিউআই।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অবস্থান তালিকার ১২৯তম স্থানে। ২০২০ সালে কলকাতায় গড় বায়ু দূষণের মাত্রা ৪৬.৬ একিউআই।
বাংলাদেশ থেকে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মানিকগঞ্জ। সম্মিলিত তালিকায় ১৬তম স্থানে রয়েছে শহরটি। ২০২০ সালে এর গড় বায়ু দূষণের মাত্রা ৮০.২ একিউআই।
রাজধানী ঢাকার অবস্থান তালিকার ২৩তম স্থানে। ২০২০ সালে এর গড় বায়ু দূষণের মাত্রা ৭৭.১ একিউআই।
শীর্ষ এক শ’র তালিকায় থাকা বাংলাদেশের অপর দুই শহর ঢাকার আজিমপুর ও গাজীপুর জেলার শ্রীপুর। সমপরিমাণ ৫৫.৭ একিউআই নিয়ে দুই শহরের অবস্থান তালিকায় যথাক্রমে ৬০ ও ৬১।
তালিকায় বন্দর নগরী চট্টগ্রামকে অবশ্য অন্তর্ভুক্ত করা হয়নি।
১৮তম স্থান নিয়ে পাকিস্তান থেকে বায়ুদূষণে পাকিস্তান থেকে তালিকায় শীর্ষে আছে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। ২০২০ সালে এর বায়ু দূষণের মাত্রা ৭৯.২ একিউআই।
অপরদিকে ১৯তম স্থান নিয়ে পাকিস্তান থেকে দ্বিতীয় অবস্থানে আছে পাঞ্জাবের অপর শহর বাহওয়ালপুর। এর গড় বায়ু দূষণের মাত্রা ৭৮.৭ একিউআই।
শীর্ষ এক শ’র ভেতর থাকা পাকিস্তানের অপর চার শহর হচ্ছে ফয়সলাবাদ, গুজরানওয়ালা, মুরিদকি ও রাইওয়ান্দ। চারটি শহরই পাঞ্জাব প্রদেশে অবস্থিত।
এএ