২ ডিসেম্বর থাইল্যান্ডে বিমানের ফ্লাইট চালু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২২ ১৯:১৬:০৮


মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২ ডিসেম্বর ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২১ সালের মার্চে করোনার প্রথম ঢেউয়ের পর থেকেই বন্ধ ছিল এই রুটের ফ্লাইট।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, প্রাথমিকভাবে বিমান এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রোববার স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে বিমানের ফ্লাইট ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে। ব্যাংকক থেকে সেদিনই স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

সানবিডি/এনজে