রাজধানীতে আগুনে দগ্ধ মা ও শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-২৩ ১১:১৭:৩৯
রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— প্রিয়াংকা ও তার শিশুসন্তান অরূপ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
চিকিৎসকের বরাতে তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় শিশুটি। এর পর রাত ৩টার দিকে মারা যান তার মা প্রিয়াংকা।
আগুনে দগ্ধ প্রিয়াংকার স্বামী সুধাংশু ও মা শেফালী রানী এখনও চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
সোমবার সকালে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন।
এতে শেফালীর শরীরের ৫৫ শতাংশ, প্রিয়াংকার ৩০ শতাংশ, সুধাংশুর ৩৫ শতাংশ এবং অরূপের ৫ শতাংশ পুড়ে যায়।
সানবিডি/ এন/আই