আল আরাফাহ ইসলামী ব্যাংকের বন্ডে ১.৩৫ গুন আবেদন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-২৩ ২১:৩১:৪২
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংকের মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ১ দশমিক ৩৫ গুন আবেদন জমা পড়েছে। নতুন আইনে এটি প্রথম মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ড। বন্ডটির অ্যারেঞ্জার ও ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিএসইসির সূত্র মতে, বিএসইসির ৭৮৯তম সভায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের অনুমোদন দেওয়া হয়। বন্ডটি আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ফ্লোটিং রেট।
নতুন আইন অনুযায়ী বন্ডের আকারের ১০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখার নিয়ম আছে। সেই অনুযায়ী ৫০০ কোটি টাকার মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং বাকী ৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু করা হয়।
কোম্পানি সূত্র মতে, সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকা ৫০ কোটি টাকার বিপরীতে ৬৭ কোটি ৭২ লাখ ৫ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা বরাদ্দের প্রায় ১ দশমিক ৩৫ গুন। অতিরিক্ত আবেদন জমা পড়ায় আজ আবেদনকারীদের কাছে আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিম আলমগীর সানবিডিকে বলেন, নতুন আইনে এটি ছিলো প্রথম বন্ড। এই বন্ডে সাধারণ বিনিয়োগকারীদের জন্য যা বরাদ্দ ছিলো, তার থেকে বেশি আবেদন জমা পড়েছে। বিষয়টি অনেক আনন্দের।
তিনি আরও বলেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য এটি নতুন পণ্য। নতুন এই পণ্যে বিনিয়োগকারীরা সাড়া দিয়েছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে বলতে চাই সাধারণ বিনিয়োগকারী একটি নির্ধারিত আয় প্রয়োজন। পারপেচ্যুয়াল বন্ড তাদের জন্য বিনিয়োগের ভালো একটি পণ্য। এখানে একটি নির্ধারিত আয়ের সুযোগ আছে।
বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ছিরো ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।
বন্ড ইস্যুর মাধ্যমে আল আরাফাহ ইসলামী ব্যাংকের এডিশনাল টায়ার-ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ৫ কোটি টাকা এবং পাবলিক অফারের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের ন্যুনতম সাবস্ক্রিপশন ৫ হাজার টাকা।
বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং আন্ডাররাইটার হিসাবে দায়িত্ব পালন করবে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস