কুমিল্লায় কাউন্সিলর খুনের ঘটনায় যুবক গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-২৪ ১২:৫২:৪৭
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা খুনের ঘটনায় সুমন (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সুমন ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর বৌবাজার এলাকার কানু মিয়ার ছেলে। তিনি মামলার ৪ নম্বর আসামি। মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনায় মামলার আসামি সুমনকে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুত অন্য আসামিদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ মোহাম্মদ রুমন মধ্য রাতে মামলা দায়ের করেছেন। মামলায় পার্শ্ববর্তী ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
সানবিডি/এন/আই