ব্লক মার্কেটে লেনদেন ৫৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৪ ১৬:৪৪:১৬
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির ৫৯ কোটি ৩৪ লাখ ৮ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা রেনাটা লিমিটেডের ১৪ কোটি ৩০ লক্ষ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের ১২ কোটি ২৪ লক্ষ টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের ৯ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকার।
এছাড়া, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ২১ লক্ষ ৪৭ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫ কোটি ৮০ লক্ষ ৭০ হাজার টাকার, কাট্টলী টেক্সটাইলের ২ কোটি ৫৫ লক্ষ ৪৮ হাজার টাকার, বাটা সু’র ১ কোটি ৮৬ লক্ষ ৬০ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৩৮ লক্ষ ৮৫ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৮১ লক্ষ ৪০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৭৯ লক্ষ ৬১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইরের ৬৮ লক্ষ ৮০ হাজার টাকার, সোনালী পেপারের ৫৮ লক্ষ ২২ হাজার টাকার, নিউলাইন ক্লোথিংসের ৪১ লক্ষ ৯৯ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৭ লক্ষ ৭৫ হাজার টাকার, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ২৪ লক্ষ ৫৫ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ২১ লক্ষ ১০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১৯ লক্ষ ৮৪ হাজার টাকার, ফরচুন সুজের ১৮ লক্ষ ৭৯ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৬ লক্ষ ৩ হাজার টাকার, বিকন ফার্মার ১৪ লক্ষ ১০ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ লক্ষ ৬৩ হাজার টাকার, ওয়ালটনের ১২ লক্ষ ১০ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১১ লক্ষ ৫৫ হাজার টাকার, বিডিকমের ১০ লক্ষ ৬৬ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ১০ লক্ষ ৩ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ৭ লক্ষ ৫৯ হাজার টাকার, আমরাটেকের ৬ লক্ষ ২০ হাজার টাকার, ইসলামী ফাইন্যান্সের ৫ লক্ষ ৬৪ হাজার টাকার, কুইন সাউথ টেক্সটাইলের ৫ লক্ষ ৪২ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৫ লক্ষ ১৬ হাজার টাকার এবং এম এল ডাইংয়ের ৫ লক্ষ ২ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস