৭ বছর পর শিরোপা জিতল ঢাকা বিভাগ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৪ ১৯:২২:০৭
একদিকে ঢাকা বিভাগ ৭ বছর পর জাতীয় লিগের শিরোপা জিতল অন্যদিকে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ নেমে গেছে দ্বিতীয় স্তরে। তাই দুই দলের জন্য অভিজ্ঞতাটা দু রকমের। জাতীয় লিগের শিরোপা জেতার জন্য খুলনার বিপক্ষে ম্যাচটি জিততেই হতো ঢাকা বিভাগকে। তারা সেটি করে দেখিয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বিকেএসপির তিন নম্বর মাঠে খুলনাকে প্রথম স্তরের ম্যাচে ১৭৯ রান হারিয়েছে ঢাকা। ম্যাচের শেষদিনে জয়ের জন্য ৩৭৯ রান করতে হতো খুলনার, তারা অলআউট হয়েছে ১৯৯ রানে। বাঁহাতি স্পিনে দুর্দান্ত বোলিংয়ে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন ঢাকার অধিনায়ক তাইবুর রহমান।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন শুভাগত হোম। ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৩ উইকেট। দুই ইনিংস করেছেন ২১ ও ৩৩ রান।
৬ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্র নিয়ে চ্যাম্পিয়ন হলো ঢাকা। ২ জয় আর ৪ ম্যাচ ড্র করা রংপুর হয়েছে রানার্স আপ। ১ ম্যাচ করে জয় পাওয়া সিলেট ও খুলনার মধ্যে পয়েন্ট ব্যবধানের কারণে অবনমন হয়েছে খুলনার। দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে পৌঁছেছে চট্টগ্রাম।
এএ