জাপান গার্ডেন সিটিতে আগুন
প্রকাশ: ২০১৬-০২-০৫ ১৫:০৭:১৩
রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে নির্মাণাধীন ১৬ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিভাবে আগুনের কারণ জানা যায়নি। হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বড় কোনো বিপদ হয়নি।
সানবিডি/ঢাকা/আহো