খিলক্ষেতের শহিদুল হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-২৫ ১৩:২৮:২১
রাজধানী খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগের আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, এদিন আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’
সানবিডি/ এন/ আই