নিখোঁজের ৩ দিন পর কচুরিপানার স্তূপে মিলল শ্রমিকের লাশ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-২৫ ১৩:৫৮:৪২


নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে কচুরিপানার স্তূপের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের পাশে মেঘনার পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম জাকির মিয়া (২৩)। তিনি শ্রীনগর গ্রামের হক্কা মিয়ার ছেলে। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জাকির মিয়াসহ ৪ জন বালু পরিবহনের নৌকাতে কাজ করতেন। কাজ করার সুবাদে বিভিন্ন সময় নৌকাতেই রাত কাটতো তাদের। এরমধ্যে গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন জাকির মিয়া।

সবশেষ বৃহস্পতিবার সকালে নদীর পাড়ে কচুরিপানার স্তূপের পাশে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে মরদেহ ভেসে ওঠার সংবাদ পেয়ে জাকিরের সঙ্গে বালু নৌকায় কাজ করা ৩ যুবক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সানবিডি/ এন/আই