দর বৃদ্ধির শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৫ ১৫:৩১:২১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ২৩২ বারে ২০ হাজার ৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১৭৬ বারে ৯ হাজার ৩০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সেনা সুহৃদ ইন্ডাস্ট্রিজের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি  ১ হাজার ১৪৫ বারে ২১ লাখ ৫ হাজার ৯৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.৬৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংয়ের ৬.০৪ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৮৬ শতাংশ, আমান ফিডের ৫.১৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৯৩ শতাংশ, সমতা লেদারের ৪.৫৭ শতাংশ এবং স্টাইল ক্রাফটের ৪.৫০ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস