৭ম ধাপে ভাসানচরে গেলেন আরও ৩৭৯ রোহিঙ্গা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৫ ১৮:৪২:৫৩
৭ম ধাপে নোয়াখালীর ভাসানচরে গেলেন আরও ৩৭৯ জন রোহিঙ্গা।আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে রোহিঙ্গাদের বহনকারী দু’টি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছায়।
এর আগে আরও ৬টি ধাপে ১৮হাজার ৩৪৭ রোহিঙ্গা নাগরিককে অস্থায়ী বসবাসের জন্য ভাসানচরে আনা হয়।
এ বিষয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিয়মানুযায়ী বৃহস্পতিবার আসা রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর নিয়ে যাওয়া হয় রোহিঙ্গাদের জন্য তৈরি আশ্রয়ণ প্রকল্পের ওয়্যার হাউজে। সেখানে তাদের ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে ধারনা দেন নৌবাহিনীর সদস্যরা।এদিকে গত বুধবার ভাসনচরের উদ্দেশ্যে কক্সবাজার থেকে আসা রোহিঙ্গাদের চট্টগ্রামে নৌবাহিনীর তত্বাবধানে রাখা হয়। রাতে তারা চট্টগ্রামের বি এন শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে অবস্থান করে। বৃহস্পতিবার সকালে এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের বোটক্লাব থেকে নৌবাহিনীর দুটি জাহাজ ভাসানচরে উদ্দেশ্যে ছেড়ে আসে।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা বলেন, ‘স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক এরকম রোহিঙ্গাদের শুধু ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করার চিন্তাভাবনা আছে।’
সানবিডি/এনজে