শাহিন-হাসানের তোপে শুরুতেই এলোমেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-১১-২৮ ১৬:০০:৪৩


৪৪ রানের লিড নিয়ে খেলতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা একদম ভালো হলো না। পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি জোড়া আঘাত করে বিপাকে ফেললেন স্বাগতিকদের। পঞ্চম ওভারে তিন বলের মধ্যে তার শিকার হয়ে সাজঘরে ফিরলেন ওপেনার সাদমান ইসলাম ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে ডানহাতি পেসার হাসান আলির শিকার হয়ে দ্রুত বিদায় নিয়ে দলের বিপদ বাড়ালেন অধিনায়ক মুমিনুল হক।

রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। এই প্রতিবেদন লেখার সময়, বাংলাদেশের সংগ্রহ ৭.২ ওভারে ৩ উইকেটে ১৫ রান। ক্রিজে ২৬ বলে ১৪ রান করা ওপেনার সাইফ হাসানের সঙ্গী মাত্রই নামা অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এএ