ফুলতলার ২ বাড়িতে দুধর্ষ ডাকাতি, পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন
প্রকাশ: ২০১৬-০২-০৫ ২১:৫৭:৫৮
খুলনার ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী আজাহারুল ইসলাম রাজার (৪৪) পায়গ্রামকসবা গ্রামস্থ বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাতে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে ২ পরিবারের সদস্যদের জিম্মী করে নগদসহ পৌনে ৩ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ হলে খুলনার পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যবসায়ী রাজার দায়েরকৃত অভিযোগে জানা যায়, রাত আনুমানিক ২টায় ৯/১০ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদল ক্লপসিক্যাল গেটের তালা ভেঙে ২য় তলায় উঠে তাদের রুমের দরজা খুলে সকলকে অস্ত্রের মুখে জিম্মী করে। এ সময় তারা পরিবারের সকলকে বেঁধে ও অন্য কক্ষে আটকে রেখে নগদ ৭৩ হাজার টাকা, ব্যাংকের চেক, ভিসার টোকেন নিয়ে যায়।
এরপর ঐ ভবনের নিচতলার ভাড়াটিয়া মোঃ রেজাউল হক (৬০) এর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে বন্দুক ঠেকিয়ে আলমারী ভেঙে নগদ ১৫ হাজার টাকা, পৌনে ৩ ভরি স্বর্ণালোংকার নিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী কাজী আজাহারুল ইসলাম রাজা বাদি হয়ে ফুলতলা থানায় অভিযোগ দাখিল করেছে।
খবর পেয়ে খুলনার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ