আমাদের আরও অনেক চিকিৎসক লাগবে: স্বাস্থ্য ডিজি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-২৮ ২০:২৫:০০


দেশের প্রায় সব হাসপাতালেই চিকিৎসক সংকট রয়েছে। মহামারি করোনাভাইরাস যা ‍আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ইতোমধ্যে সরকার স্বল্প সময়ে রেকর্ড সংখ্যক চিকিৎসক নিয়োগ দিলেও এখনো হাসপাতালগুলোতে চিকিৎসকের সংকট রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এসব কথা বলেছেন। তিনি বলেন, চিকিৎসক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। আমাদের আরও অনেক চিকিৎসক লাগবে।

আজ রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য ডিজি বলেন, এই সরকারের সময়ে যে পরিমাণ চিকিৎসক নিয়োগ হয়েছে, অতীতে কোনো সময়ই এমন হয়নি। একসাথে এত ডাক্তার কখনোই নেওয়া হয়নি।

এসময় খুরশীদ আলম বলেন, সরকার যদি চায় নিশ্চয়ই আরও চিকিৎসক নেবে। আমার মনে হয় না এই নিয়োগ কার্যক্রম থেমে যাবে। যারা অপেক্ষমাণ আছে তারা হয়তো নিয়োগ পাবে, আবার নতুন করে হয়তো বিসিএসের আয়োজন করা হবে। সবমিলিয়ে এটা পুরোপুরি সরকারের পলিসি।

৪২তম বিসিএসে (বিশেষ) চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত হয়ে অপেক্ষমাণ তালিকায় প্রায় দুই হাজার চিকিৎসক রয়েছেন। তাদের বিষয়ে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, উত্তীর্ণ এসব চিকিৎসকরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছেন। তখন তিনি নিজেই তাদের আশ্বাস দিয়েছিলেন। আমি তো মনে করি মন্ত্রী মহোদয়ের আশ্বাসই যথেষ্ট। চিকিৎসক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। হয়তো এ সুযোগে তারাও নিয়োগ পেয়ে যেতে পারেন।

সানবিডি/এনজে