তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ৯
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-২৯ ১৪:১০:৫৮
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় একজন বিজিবি সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুই শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলি ও ককটেল বিস্ফোরণ, জালভোট, কেন্দ্র দখল, ব্যালটপেপার ছিনতাইসহ নানান অনিয়মের ঘটনাও ঘটেছে।
পীরগঞ্জে নিহত ৩
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনার পরে কারচুপির অভিযোগ ও ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঘিডোবপুর গ্রামের সাহাবলি আহম্মেদ (৩৫), মোজাহারুল ইসলাম (৪০) ও অবিনাশ চন্দ্রের ছেলে আদিত্য (২০)। এদের মধ্যে ঘটনাস্থলেই দুজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিষটি নিশ্চিত করেছেন।
নীলফামারীতে বিজিবি সদস্য নিহত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বিজিবি নায়েক রুবেল নিহত হয়েছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোট গণনার সময় দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে দুপক্ষের সংঘর্ষে নায়েক রুবেল নিহত হন।
মুন্সীগঞ্জে নিহত ২
মুন্সীগঞ্জে সদর উপজেলায় ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর পৃথক সহিংসতায় শাকিল (১৭) ও রিয়াজুল শেখ (৭০) নামের দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৭ থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, নির্বাচনে প্রতিপক্ষের হামলায় শাকিল আহত হলে হাসপাতালে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আর রিয়াজুল শেখের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
নরসিংদীতে নিহত ২
নরসিংদীতে আলাদা আলাদা ঘটনায় দুজন নিহত হয়েছেন। রায়পুরার চান্দেরকান্দিতে ভোট গণনা শেষে সংঘর্ষে আরিফ (২৮) নামের এক অটোরিকশাচালক নিহত হন। উত্তরবাখরনগর ইউনিয়নে পৃথক সংঘর্ষে আহত ফরিদ মিয়া (৩২) নামের আরেকজন ঢাকায় নেওয়ার পথে মারা যান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলি পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরে একজনের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র এলাকায় সহিংসতায় আহত হন ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সজিব। বিকেল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে চাঁদপুরে অ্যাম্বুল্যান্সে তিনি মারা যান।
সানবিডি/ এন/ আই