ঘাটতি কমছে মূল্যবান ধাতু প্যালাডিয়ামের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৯ ১৪:১৯:৫১
বিশ্ববাজারে চলতি বছরের শুরু থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে স্বর্ণের চেয়েও মূ্ল্যবান হিসেবে বিবেচিত প্যালাডিয়ামের চাহিদা। কিন্তু সে অনুপাতে ধাতুটির উত্তোলন বাড়েনি। এ কারণে বড় আকারের ঘাটতির আশঙ্কা দেখা দেয়। কিন্তু বর্তমানে অটোমোবাইল শিল্পে বিপর্যয় দেখা দেয়ায় প্যালাডিয়ামের চাহিদায় টান পড়েছে। ফলে ধাতুটির বাজার ঘাটতি কমার সম্ভাবনা তৈরি হয়েছে। খবর মাইনিং উইকলি।
এ বিষয়ে বাজার বিশ্লেষকরা বলছেন, দূষণ ও কার্বন নিঃসরণ কমাতে গাড়িতে ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করা হয়। এটির প্রধান কাঁচামাল প্যালাডিয়াম। সম্প্রতি চিপ ও সেমিকন্ডাক্টর সংকটের কারণে গাড়ি তৈরি কমিয়েছেন নির্মাতারা। ফলে দুর্বল হয়ে পড়ে প্যালাডিয়ামের বৈশ্বিক চাহিদা। এ কারণে চলতি ও আগামী বছর মূল্যবান ধাতুটির বাজার ঘাটতি কমার পূর্বাভাস দিয়েছে নরনিকেল।
বিশ্বের সর্ববৃহৎ প্যালাডিয়াম উত্তোলক রাশিয়ার নরনিকেল। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর মূল্যবান ধাতুটির বাজার ঘাটতির পরিমাণ দাঁড়াবে দু-তিন লাখ আউন্সে। আগামী বছরও তিন লাখ আউন্স ঘাটতি থাকতে পারে। এর আগের পূর্বাভাসে কোম্পানিটি চলতি বছর নয় লাখ এবং আগামী বছর সাত লাখ আউন্স ঘাটতির কথা জানিয়েছিল।
প্রতিষ্ঠানটির হেড অব সেলস অন্টন বার্লিন বলেন, করোনা মহামারীর পর অটোমোবাইল খাতে খুব ধীরগতিতে পুনরুদ্ধার ঘটছে। ঘাটতি কমার পেছনে এটিই প্রধান কারণ।
সানবিডি/এনজে