ডিএসইর ট্রেকহোল্ডার নির্বাচন ১৫ মার্চ

প্রকাশ: ২০১৬-০২-০৬ ১০:১৪:০৩


DSE.Sunbdদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক বা শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য আগামী ১৫ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন পরিচালনা করার জন্য ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করছে ডিএসই পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টরস ইলেক্টশন রেগুলেশনস- ২০১৪’ অনুযায়ী এই নির্বাচন পরিচালিত হবে বলে ডিএসই সূত্রে জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের ভোটারদের তালিকা প্রকাশ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। আগামী ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ওই দিন বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

ডিমিউচুয়ালাইজেশনের শর্ত অনুসারে প্রথম বছর ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হবেন। এক বছর পর তাদের মধ্য থেকে একজন বিদায় নেবেন; তার বিপরীতে নতুন একজন পরিচালক নির্বাচিত হয়ে পর্ষদে যুক্ত হবেন। পরের বছর অপর তিনজন থেকে একজন পরিচালক অবসরে যাবেন। তার বিপরীতে নির্বাচনের মাধ্যমে আরও একজন নতুন পরিচালক যুক্ত হবেন। একই নিয়মে তৃতীয় বছরেও অপর একজন পরিচালক অবসরে যাবেন এবং নতুন একজনকে নির্বাচিত করা হবে। এভাবে প্রতিবছর একজন পরিচালক অবসরে যাবেন এবং তার বিপরীতে নতুন একজনকে যুক্ত করা হবে।

প্রার্থীর তালিকা প্রকাশের পর কোনো প্রার্থী তার প্রার্থীতা বাতিল করতে আগামী ৭ মার্চ বিকেল ৪টা পর্যন্ত সময় পাবেন। ওই দিন বিকাল ৫টায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। তবে ডিএসইর ৫৪তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে ডিএসই।

ডিমিউচুয়ালাইজেশনের (স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা) শর্ত অনুসারে প্রথম বছর ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হবেন। এক বছর পর তাদের মধ্য থেকে একজন বিদায় নেবেন; তার বিপরীতে নতুন একজন পরিচালক নির্বাচিত হয়ে পর্ষদে যুক্ত হবেন। পরের বছর অপর তিনজন থেকে একজন পরিচালক অবসরে যাবেন। তার বিপরীতে নির্বাচনের মাধ্যমে আরও একজন নতুন পরিচালক যুক্ত হবেন। একই নিয়মে তৃতীয় বছরেও অপর একজন পরিচালক অবসরে যাবেন এবং নতুন একজনকে নির্বাচিত করা হবে। এভাবে প্রতিবছর একজন পরিচালক অবসরে যাবেন এবং তার বিপরীতে নতুন একজনকে যুক্ত করা হবে।

সূত্র মতে, ডিএসইর নির্বাচন বিষয়ে ৩ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক এম. মনজুর উদ্দিন আহমেদ।

সানবিডি/ঢাকা/এসএস