হিলিতে বেড়েছে গম আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-৩০ ১৪:১৮:১৪


দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে বেড়েছে গম আমদানি। দেশের বাজারে ঊর্ধ্বমুখী চাহিদা আমদানি বৃদ্ধিতে সহায়তা করেছে। যদিও সংশ্লিষ্টদের দাবি, বাড়তি চাহিদাকে পুঁজি করে ভারতীয় ব্যবসায়ীরা গমের দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে বেশি দাম দিয়েই পণ্যটি আমদানি করতে হচ্ছে।

এ বিষয়ে বন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে গম আমদানি বেড়েছে। গড়ে প্রতিদিন ৬০-৭০ ট্রাক গম আমদানি হচ্ছে। চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৭৩৩ টন গম আমদানি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এক মাস আগেও ভারত থেকে ৩০৫ ডলার মূল্যে প্রতি টন গম আমদানি করা হয়েছিল। কিন্তু দেশের বাজারে চাহিদা বাড়ায় ভারতীয় ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। এখন ৩৩২ ডলারে আমদানি করতে হচ্ছে। বর্তমানে গম বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৯ টাকা ২০ পয়সায়। এক মাস আগে দাম ছিল ২৮ টাকা ৬০ পয়সা।

সানবিডি/এনজে