দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-৩০ ১৫:৪৭:১৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৩৯ বারে ১৫ লাখ ১১ হাজার ৩৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২১০ বারে ৭৪ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ১০ হাজার ৫২৮বারে ১৯ লাখ ৫১ হাজার ২২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৮ শতাংশ, ওয়ান ব্যাংকের ৬.৩৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৯৮ শতাংশ, আমান কটনের ৫.১০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ, এসকে ট্রিমসের ৪.৭৯ শতাংশ এবং বিডি থাইয়ের শেয়ার দর ৪.০৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস