বিজয় দিবসের কুচকাওয়াজে আসছে ৪ দেশের ১৬৪ প্রতিনিধি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-৩০ ১৮:১৬:৫১
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সম্মিলত সামরিক কুচকাওয়াজে যোগ দেবে (প্যারেড) ভারত, ভুটান, রাশিয়া ও মেক্সিকো’র ১৬৪ জন সদস্যের প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে।
এই চিঠিতে চার দেশের সদস্যদের বাংলাদেশ সফরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক কুচকাওয়াজে ভারতের ১২২ সদস্য, ভুটান, রাশিয়ার ৩৫ সদস্য, সশস্ত্র বাহিনীর সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট দুই সদস্য, ফ্রি ফল জাম্পার এবং মেক্সিকোর ৫ সদস্য পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
সানবিডি/এনজে