কাল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন বিএসইসির চেয়ারম্যান
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১২-০১ ১৭:২৮:৫২
আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসম পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও আগামী দিনে দেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থে পুঁজিবাজার কীভাবে আরও ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে নির্দেশনা চাবেন বিএসইসির চেয়ারম্যান।
নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, পুঁজিবাজারকে গুছাতে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নের্তৃত্বে কমিশন গঠন করেছিলো শেখ হাসিনা। দায়িত্ব নেওয়ার পর থেকেই পুঁজিবাজারকে নতুন মাত্রায় নিতে কাজ করে যাচ্ছে কমিশন। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানান উদ্যোগ নেয় নতুন কমিশন। একই সাথে দেশের গন্ডি পেরিয়ে বিদেশী বিনিয়োগ আনতে বিভিন্ন দেশে রোড শো শুরু করে নতুন কমিশন।
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কমিশন। এরই আংশ হিসেবে প্রথমে বিভিন্ন আইন-কানুন ঠিক করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে নতুন কমিশন। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে রোড শো করেছে। দেশগুলোর মধ্যে রয়েছে দুবাই, আমেরিকা, সুইজারল্যান্ড এবং সর্বশেষ ইংল্যান্ডে রোড শো করেছে বিএসইসি। সেখানে দেশের আর্থনীতির বিভিন্ন সূচক, দূর্বার গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতির অবস্থা একই সাথে পুঁজিবাজারের অবস্থাও তুলে ধরা হয়েছে। সার্বিক বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে আগামীর জন্য নতুন নির্দেশনা আনতেই সাক্ষাত করবেন বিএসইসির চেয়ারম্যান।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর