পরিবেশবান্ধব উপায়ে সামুদ্রিক সম্পদ ব্যবহার করবে বাংলাদেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-৩০ ২০:৫৮:৪৬


প্রতিবেশীদের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের পর এবার পরিবেশবান্ধব উপায়ে বঙ্গোপসাগরের সম্পদ ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) ঢাকায় ‘ইন্সপায়ারড বাই বঙ্গবন্ধুস ভিশন অব রিজিওনাল অ্যান্ড গ্লোবাল পিস : এনভিসাজিং রিজিওনাল পিস অ্যান্ড কোঅপারেশন ইন দ্য বে অব বেঙ্গল’ শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনটি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিস এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন থেকে শুরু করে নতুন নতুন টেকসই শিল্প গড়ে তোলা যেমন জীবপ্রযুক্তি এবং অ্যাকুয়াকালচার, সবকিছুর জন্যই বিনিয়োগ প্রয়োজন যাতে করে নতুন জ্ঞান সৃষ্টি হয় এবং দক্ষতা বাড়ে। তাতে করে সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের বিষয়ে আগ্রহ বাড়বে এবং নানা রকম উদ্ভাবনের রাস্তা প্রশস্ত হবে।

সানবিডি/এনজে