ঘরে আগুন লেগে পুড়ে ছাই হলো টাকার বান্ডিল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-০১ ১০:৫০:০৮


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাত বসতঘর ও দুটি ধানের গোলাঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ সময় নগদ টাকার বান্ডিলও পুড়ে যায়।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নতুনহাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুনহাটি গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন সাতটি ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ দ্রুত আগুন নেভাতে এগিয়ে এলেও কিছুক্ষণের মধ্যেই ছয় ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় দুটি ঘরে রাখা ৫০০ মন ধানের গোলা পুড়ে যায়; ছাই হয় টাকার বান্ডিলও।

আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সানবিডি/ এন/আই