দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৫০০ গাড়ি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-০১ ১৫:৩১:১১
ফেরিসংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। ঘাট এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক মিলে ৫ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) সকালে ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় প্রায় ২০০ পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষা করছে।
এসব ট্রাক গতকাল রাতে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছালেও এখনো ফেরিতে পার হতে পারেনি। দীর্ঘ সময় ধরে ঘাটে আটকে থেকে চালক ও চালকের সহকারীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্যদিকে, দৌলতদিয়া ঘাট থেকে ১৩.৫ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর পর্যন্ত ৪ কিমি এলাকায় প্রায় ৩০০ ট্রাক ও কার্ভাডভ্যানকে আটকে রাখা হয়েছে। যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে চালক ও শ্রমিকদের।
ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ বড় ফেরি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। ফেরি কমে যাওয়ায় পারাপারে সময় বেশি লাগছে। তাছাড়া বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের অতিরিক্ত যানবাহন এই পথে চলে আসায় যানবাহনের চাপও বেড়েছে। যাত্রী দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বাসগুলোকে আগে পারাপার করা হচ্ছে।
সাতক্ষীরা থেকে আসা তুলাবোঝাই কাভার্ড ভ্যানের চালক রানা বলেন, দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় সকালে এসেছি। গতকাল সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ গোয়ালন্দ মোড়ে ট্রাক আটকে দেয়। আজ ভোরে ছেড়ে দিলে ঘাটের কাছে এসে এখনও ফেরির নাগাল পাইনি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮টি বড় ফেরি ও ৭টি ছোট ফেরি চলাচল করছে। বাকি ৫টি বড় ফেরি নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে মেরামতে রয়েছে।
সানবিডি/ এন/আই