উন্মোচিত হল ভার্চুয়াল ফ্রেন্ড গল্পের কথা

প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৪:০৭:৪৩


Jenatঅমর একুশে বইমেলা ২০১৬ এ জিনাতুননেছা জিনাত এর ” ভার্চুয়াল ফ্রেন্ড : গল্পের কথা উপন্যাসের মোড়ক উন্মোচন হয়েছে গতকাল বিকাল সাড়ে চারটায় বিশ্ব সাহিত্যভবন প্রকাশনীতে। মোড়ক  উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  আর এফ এল গ্রুপের ডাইরেকটর জনাব আর এন পল ।

আরো উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের ডাইরেকটর জনাব গোলাম নবী । উপস্থাপক হিসেবে ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী জনাব নাজমুল আহসান । এছাড়াও আরো অনেক সাহিত্য প্রেমী পাঠকের আগমনে জমে উঠেছিল অনুষ্ঠানটি ।

মিডিয়া পার্টনার হিসেবে ছিল একুশে টিভি, ৭১ টিভি, SA টিভি, রেডিও টুডে ৯৮.৪ এফ এম ।

সানবিডি/ঢাকা/আহো