বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৪:৩৩:৫১


accidentহবিগঞ্জ জেলার বাহুবলে যাত্রীবাহী বাসচাপায় সিজান মিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে রাখে। শনিবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজান মিয়া জেলার চুনারুঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর এলাকার মাছ বাজারে পৌঁছালে ঘাতক বাসটি সিজানকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই সিজান মিয়া নিহত হয়।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

সানবিডি/ঢাকা/আহো