পটুয়াখালীতে ১৪ মণ জাটকা ইলিশ জব্দ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০২ ১৬:১৭:১৭


পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১৪ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার রাতে শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক ও কয়েকটি গণপরিবহন থেকে এসব জাটকা জব্দ করা হয়।

এই অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জাটকা পরিবহনের দায়ে আলীপুরের মেসার্স বন্ধন ফিসের মালিক, ফাইভ স্টার ফিসের মালিক ও মিরাজ নামে এক লাইনম্যানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ মাছ এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় অপু সাহা জানান,  জাটকা শিকারি জেলেদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সানবিডি/এনজে