বিপিএলের তারিখ জানালো বিসিবি

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-১২-০২ ১৮:৪৯:০৯


পরিকল্পনা থাকলেও ২০২০ সালে বিপিএল আয়োজন করা সম্ভব হয়নি। চলতি বছরও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-২০ লিগ মাঠে গড়ায়নি। তবে বিসিবি আগামী বছরের শুরুতে বিপিএল আয়োজনের ব্যাপারে আশাবাদী।

বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিপিএলের জন্য ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্লট রাখা হয়েছে। এর মধ্যেই আমরা শেষ করবো।’

এরই মধ্যে বিপিএলের দল চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। সর্বশেষ বিপিএল সাত দল নিয়ে হলেও এবারের বিপিএল সময় স্বল্পতার কারণে ছয় দল নিয়ে আয়োজনের পরিকল্পনা বিসিবি’র। বিজ্ঞপ্তিতে সেটাই উল্লেখ করা হয়েছে।

তবে বিপিএলের প্রস্তুতি শুরু করলেও করোনা ভাইরাসের নতুন ধরন ’ওমিক্রন’-এর কথা মাথায় রাখতে হচ্ছে বোর্ডের। বিসিবি সিইও বলেন, ‘আমাদের দেশে ওটার প্রভাব পড়েনি। সরকারের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা আসলে হয়তো ভিন্ন চিন্তায় এগোতে হবে।’

এএ