রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করার আশ্বাস জাপানের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০২ ১৯:৪৬:০৯


মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছে জাপান।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের চি‌ঠির উত্ত‌রে জাপা‌নের নব‌নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাবাসন ইস্যুতে এ আশ্বাস দেন।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দা‌য়িত্ব নেওয়া হায়াশি ইয়োশিমাসাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপানের পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন। চিঠিতে জাপা‌নের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানজনকভাবে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করে যাবে ব‌লে আশ্বস্ত ক‌রেন।

বাংলাদেশের পদক্ষেপে সহযোগিতার পাশাপাশি দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর লক্ষ্যে বিদ্যমান পরিস্থিতি উন্নতির জন্য জাপান মিয়ানমার‌কে উৎসাহিত করবে বলেও চিঠিতে উল্লেখ করেন হায়া‌শি।

সানবিডি/এনজে