মুন্সীগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ ভাইবোনের মৃত্যু

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-১২-০৩ ১২:২১:৫০


মুন্সীগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকায় একটি ফ্ল্যাটে বিস্ম্ফোরণে দগ্ধ ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের নাম ইয়াসিন খান (৫) ও নহর খান (৩)। এ ঘটনায় দগ্ধ তাদের বাবা কাউসার খান (৪২) এবং মা শান্তা বেগম (৩৮) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ম্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বাড়ির দ্বিতীয় তলায় বিস্ম্ফোরণের ঘটনা ঘটে। এতে কাচের জানালা ভেঙে যায় এবং আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ঘরে থাকা চারজন দগ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি রাজীব খান জানান, হাসপাতালে রাত ৭টার দিকে নহর এবং সাড়ে ৯টায় ইয়াসিন মারা যায়। তাদের বাবা-মায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মুন্সীগঞ্জ তিতাস গ্যাসের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা বন্ধ না করে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাতে কেউ বিদ্যুতের সুইচ অন করলে আগুন ধরে যায়।

ওসি রাজীব জানান, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এএ