পিতা বিডিআর বিদ্রোহে থাকায় পুত্রকে ছাড়পত্র
প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৫:৪৫:৪৯
কুষ্টিয়ার মীরপুরে বিডিআর বিদ্রোহের সঙ্গে বাবা জড়িত ছিলেন, এ জন্য তাঁর ছেলেকে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দশম শ্রেণির ছাত্র আকাশ কুমার বিশ্বাসকে গত ৪ ফেব্রুয়ারি ‘ছাড়পত্র’ দেওয়া হয়।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সিও লে কর্নেল আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রীয় বিজিবির সিদ্ধান্ত অনুযায়ী যাঁরা বিদ্রোহের সাথে জড়িত ছিলেন তাঁদের সন্তানদের অন্যত্র লেখাপড়ার সুযোগের জন্য এই ‘ট্রান্সফার সার্টিফিকেট (টিসি)’ দেওয়া হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
স্কুল থেকে দেওয়া ছাড়পত্রে লেখা হয়েছে, ‘এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, আকাশ কুমার বিশ্বাস, পিতা : বাবু কুমার বিশ্বাস, মাতা : প্রার্থনা রানী …। সে অত্র বিদ্যালয়ে ১০ম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র। তাকে অত্র প্রতিষ্ঠান হতে ছাড়পত্র প্রদান করা হয়েছে। সুতরাং আকাশ কুমার বিশ্বাস নামের কোনো ছাত্র অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত নেই।’
জানা গেছে, আকাশের বাবা বাবু কুমার বিশ্বাস ২৪ বিজিবির সিপাহি ছিলেন। পরে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকায় তাঁকে চাকরিচ্যুত করা হয়।
সানবিডি/ঢাকা/আহো