আলোর স্বল্পতায় ৫৭ ওভারেই প্রথম দিন পার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৪ ১৬:৩২:৫০


শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল ইসলাম। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের বোলারদের জন্য হতাশাই তৈরি করেন পাকিস্তানি দুই ব্যাটার আজহার আলি এবং বাবর আজম।

তবে দ্বিতীয় সেশন শেষ হওয়ার পর আর খেলাই শুরু করা যায়নি। কারণ আলোর স্বল্পতা। আকাশ ছেয়ে আছে কুয়াশা আর ঘনকালো মেঘে। হালকা বৃষ্টিও ঝরেছে।

সবচেয়ে বড় কথা, আলো অনেক কমে এসেছে। যে কারণে, খেলা বন্ধ করে দেয়া হয়। শেষ পর্যন্ত সেই খেলা আর শুরুই করা যায়নি এবং দিনের খেলা শেষ করে দিতে বাধ্য হন ম্যাচ রেফারি।

সানবিডি/ এন/আই