চট্টগ্রামেও গণপরিবহনে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৪ ২১:০৮:৫৪


চট্টগ্রামের গণপরিবহনেও ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার বিষয় চট্টগ্রামের গণপরিবহনেও ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার বিষয়ে তবে জুড়ে দিয়েছেন দুটি শর্ত। শিক্ষার্থীদের গায়ে ইউনিফর্ম ও সঙ্গে আইডি কার্ড থাকতে হবে। আর সরকারকে কমাতে হবে বার্ষিক আয়কর।

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে চট্টগ্রামের পরিবহন মালিকদের তিন সংগঠনের নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেবেন তারা।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে তিনটি সংগঠন নিয়ে বৈঠক করেছেন তারা। এতে মেট্রোপলিটন বাস মালিক সমিতি, জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও আন্তঃজেলা বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সভায় দুই শর্তে ছাত্রদের হাফ ভাড়ার দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সানবিডি/এনজে