জেরুজালেমে ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৫ ১৫:২০:৫৬


দখলদার রাষ্ট্র ইসরাইলী সেনাদের গুলিতে অধিকৃত পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিন যুবক নিহত হয়েছেন।

ইহুদিবাদী পুলিশের দাবি, ফিলিস্তিনি ওই যুবক প্রথমে এক ইহুদিকে ছুরিকাঘাত করে ইসরাইলি এক পুলিশকেও ছুরিকাঘাত করতে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

জেরুজালেমের দামেস্ক গেটের কাছে শনিবার ওই ইহুদিকে (২০) ছুরি দিয়ে হামলা করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ইসরাইলি নাগরিক।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলি পুলিশের গুলিতে শনিবার ২৫ বছর বয়সি ওই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম জানাতে পারেননি ক্রিসেন্টের ওই মুখপাত্র।                                          সানবিডি/ এনজে