রেস্টুরেন্টে ঢুকে পড়ল ক্ষুধার্ত সিন্ধুঘোটক

প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৭:৫৪:২৮


sea-lion-webগদিওলা সোফায় মাথাটা রেখে ক্লান্তিতে চোখ বুজে এসেছিল তার৷ ঘরের নরম উষ্ণতায় সোফাটায় উঠে গুঁটিসুটি মেরে শোওয়ার ইচ্ছে ছিল ৷ কিন্তু শরীরের দৈর্ঘ্যের চেয়ে তা ছিল অনেক উঁচু৷ তাও মাথাটা কোনোভাবে শোফাতে রাখতেই চোখে ঘুম নেমে এসেছিল৷ ঘুমন্ত অবস্থায় সেই সিন্ধু ঘোটকের ছবিই ফেসবুকে পোস্ট করলেন লস অ্যাঞ্জেলস-এর স্যান দিয়োগোর একটি রেস্টুরেন্টের শেফ বার্নার্ড গিলস৷

সমুদ্রের ধারের ওই বিখ্যাত রেস্টুরেন্টেই হাজির হয়েছিল সিন্ধু ঘোটকটি৷ মেরিন রুমে তাকে ঘুমন্ত অবস্থায় দেখেন ওই শেফ৷ সম্ভবত হোটেলের পিছনের দরজা দিয়ে একফাঁকে ঢুকে পড়েছিল সে৷ তাঁর কথায়, ‘‘এত সুন্দর লাগছিল দেখতে৷ মায়াও হচ্ছিল৷’’ রসিক ওই শেফ বলেছেন, শব্দ পেয়ে যখন সিন্ধুঘোটকটি চোখ খুলেছিল তখন তার ক্ষুধার্ত চাউনি দেখে মনে হচ্ছিল যেন বলছে, কই তাড়াতাড়ি মেনুটা দাও৷

এরপরই অবশ্য ওই রেস্টুরেন্টের কর্মীরা উদ্ধারকারী দলকে খবর দেন৷ তাঁরা এসে উদ্ধার করেন সিন্ধু ঘোটকটিকে৷ তার বয়স ছিল ৮ মাস৷ ওজন ২০ পাউন্ড৷ যদিও তার স্বাভাবিক ওজন হওয়া উচিত ছিল ৪০ পাউন্ড৷

সম্প্রতি আবহাওয়ার দ্রুত পরিবর্তনের ফলে সমুদ্রের তলদেশের তাপমাত্রার হেরফের হচ্ছে৷ যার জেরে সমুদ্রের খাদ্যশৃঙ্খল নষ্ট হচ্ছে৷ প্রাণে বাঁচতে, খিদের জ্বালায় সমুদ্র থেকে উপকূলে উঠে আসছে সিন্ধু ঘোটক-সহ বেশ কিছু প্রাণী৷

সানবিডি/ঢাকা/এসএস